আমার কারো উপর রাগ নেই –
আমার কারো উপর রাগ নেই - গলির মোড়ের চায়ের দোকানের ছেলেটা যে ধার দেবে না বলে চোখ ঘুরিয়েছেচল্লিশ কিংবা বায়ান্নর যে রিকশাওয়ালা -ভাড়া কম দিয়েছি বলে পেছনে গালি দিয়েছিল!দুরন্ত যে চার চাকা চলে যাবার সময়আমাকে ভিজিয়েছিল রাস্তার জলে... আমার কারো উপর রাগ নেই। ধুলোবালির উপর রাগ...