ঢাকা থেকে কাশ্মীর
কাশ্মীর - নাম শুনলেই আমাদের মনে অনেক রকম বিতর্কিত চিন্তাভাবনা উঠে আসে। কাশ্মীরকে তিনটুকরো করে তিনদেশ দাবি করে বসে আছে। অর্ধেক অংশ ভারতের দখলে সেটা জম্মু-কাশ্মীর, সাথে লাদাখও আছে। পাকিস্তানের অংশ আযাদ কাশ্মীর আর গিলগিট-বালতিস্তান নামে পরিচিত। চায়নার সাথে এখানে লাদাখ অংশে ভারতীয়দের সীমানা নিয়ে একটা বিরোধ আছে। একটু গুগল করলেই আপনি এই অঞ্চলের জিও-পলিটিক্সের জটিল মানচিত্র খুঁজে পাবেন।