যে ভাষায় কথা বলি, স্বপ্ন দেখি
ফেব্রুয়ারী আসলেই সবার মাঝে ভাষা নিয়ে অত্যন্ত সচেতেনতা দেখা যায়। সে ভাষা বাংলা ভাষা। তারা এমনভাবে কথা বলেন যেন বাংলা বাদে অন্যান্য ভাষা ব্যবহার করাটা পাপ! কথাটা এভাবে না বললেও পারতাম, কিন্তু এই অতি সচেতনতা যখন বছরের বাকিটা সময় দেখা যায় না, এবং তারা ইংলিশ...