জীবনের কাব্য
আমাদের সময় কেটে যায় নির্লিপ্তততায়,আর আমরা আরেকটু এগুই মৃত্যুর দিকেশুধু শেষ কটি দিন কাটাই মূহুর্ত ফিরে পাবার আশায়। আমাদের হাতে ধরা থাকে ব্যস্ততার পাণ্ডুলিপি সময় হাতড়ে আমরা শুধু ছায়া খুঁজিঅথচ, যে দেহে আছে প্রান তার হিসেব না বুঝি। আমাদের ভালোবাসা রঙিন থেকে হচ্ছে...