সময়
এই জলের মতন পায়ের উপর দিয়ে গড়িয়ে চলা সময় নদীইচ্ছে হয় এক দৌড়ে গিয়ে খুঁজি তোমায় যদি -এই যে সবুজ ঘাস, পায়ের নিচে গুড়ো হয়ে যাওয়া ফুল,এই যে হারিয়ে ফেলা কৈশোরের স্মৃতি আর ভুল -এই যে কদম, ডালিয়া, বেলী, হাস্নাহেনা আর যুঁই,ইচ্ছে করে দৌড়ে গিয়ে তোমায় আবার ছুঁই। হাত মেললেই হয়ে...