আলিনা অধ্যায় -১৩: আনন্দের স্কুল, স্মৃতির স্কুল
স্মৃতি সবসময়ই কাঁদায়। সুখের হোক, বা দুঃখের হোক - স্মৃতি মনে পড়লেই মনটা বিষন্ন হয়ে ওঠে। আমার নিজের স্কুলের কথা যখন আমার মনে হয় তখন অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, সেই যে আমার নানা রঙের দিনগুলি, আর ফিরে পাওয়া হবে না! সেই ভাবনাহীন শৈশব আর অবাধ্য কৈশোর আমাকে...