আমার বেলা শেষে –
যদি হারিয়ে যাই এই ভীড়ের মাঝে - বেলা শেষে ফুরিয়ে যাই সাঁঝেজেনো ভালোবাসা মালা গেঁথে-সাজিয়েছি ভুল সময়ে, ভুল দেয়ালে। অর্ধেক মানুষ হয়ে আর অর্ধেক দেবতারআমাদের সময় ভুল ছিল, ভুল বদ্ধ দুয়ার।দুয়ারে দাঁড়ায়ে পথিক হাঁকে - ওহে, বেলা শেষ, চলে যেত হবে আজ সাঁঝে। কত শত...