বেঁচে থাকুক ভালোবাসা –

Jul 28, 2020কবিতা0 comments

এতটা নির্লিপ্ততাও চাইনি, এতটা উদাসীন দৃষ্টিও না –
এতটা দীর্ঘশ্বাস নয়, পাজরে লেপ্টে থাকা ব্যথাও না
মানুষ হিসেবে যেটুকু পেলে মনে হয় বেঁচে আছি –
ঠিক সেটুকু অভিমান করে কাছে থেকো।

এতটা দেবী হতে যেও না, পুজোর মালায় নয় –
তোমাকে দেখতে চেয়েছি গোলাপ হাতে
দেখতে চেয়েছি খাবার শেষে তৃপ্তির ঢেকুড় তুলতে,
মানবী হয়ে হাত ছুয়ে পেলব কোমরে…।

ঠিক যতটা স্পর্শে মনে হবে বেঁচে আছি
নিঃশ্বাস নিচ্ছি এই ধুলো-রোদ মাখা বাতাসে।
সেটুকুই কাছে এসো –

জ্বরের শেষে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিও
মাঝরাতে চাঁদ দেখার লোভ তোমাকে মানায় না –
তুমি কবি নয়, বরঞ্চ আমার কবিতার পংক্তি হয়ে এসো
আমি রক্ত-মাংসের সেই ছন্দটাকেই ভালোবাসি।

ঈশ্বরের মত সীমাহীন ধৈর্য আমার নেই,
আমি স্নেহের কাঙ্গাল –
এ জন্মে ভালোবেসে যাব শুধু কপালে ঠোট ছোঁয়ালে।

ছায়া নয় বরং মানবী হয়ে এসো –
মেপে মেপে ততটাই ভালোবেসো –
যতটুকু পেলে মনে হবে বেঁচে আছি, স্বপ্নে নয়।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This