আর কতটা দূরত্ব?

Aug 19, 2020কবিতা0 comments

আমি আর কতটা মানুষ হলে বলো তুমি মানবী হবে?
কতটা পথ গেলে বলো দূরত্ব কমবে,
আর কতটা অভিমানে চাতক চোখে জল নামবে?
কতটা সময় পেরিয়ে ঠিক ততটুকুই –
ভালোবেসে সমুদ্র বা নদী হব!

এখানে এক বুক কান্না রেখে পথিক চোখে
চেয়ে চেয়ে পথ পানে ছায়া দেখে –
কতটা দূরত্বে বলো প্রিয়মুখ হাঁটে?
কতটা কান পেতে বল পায়ের শব্দে
ঘুম ভাঙ্গে মাঝরাতে, দরজায় কড়া কে নাড়ে?

ঠিক কতটা পাথর হলে বলো পেরেকের ধার কমে যায়?
কতটা শুন্য হাতে গোলাপের কাঁটা ফোটে না?
ক্ষিদে লাগে না অভিমানে, কান্নায় আর জল গড়ায় না চিবুকে?
ঠিক ততটাই মানুষ থেকো আমার গহীন সন্তর্পনে,
গোপন মনে, বুকের অনেক গভীরে –

আমিও দুহাত পেতে রই তোমার হাতের স্পর্শে
কান পেতে রই প্রিয় নিঃশ্বাসে।
আর কতটা দূরত্ব কমলে বল তুমি হৃদস্পন্দন হবে
আমার শিরায় গোপন অসুখ হবে?

ঠিক কতটা দূরত্ব গেলে, কতটা সময় পরে
নিঃশাসে – প্রশ্বাস মিলিয়ে বলবে “কাছে এসেছি”।


0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This