কে চালে ঘুঁটি?

May 21, 2020কবিতা, সাহিত্য0 comments

ফিরে আসা মানে যদি এই ফিরে আসা হয়
চৌষট্টি ঘরের দাবার চাল নয়,
সে ঘরে রাজা, মন্ত্রী আর কিস্তির আনাগোনা –
ক্ষুদ্র সৈন্য কি বলে জাঁহাপনা?

কাকে রেখে কাকে ধরি…?
কে পড়ে অশ্বের খপ্পরে, কে চালে কিস্তি,
কে দৌড়ায় একোন থেকে সেকোন –
কে বলে মন্ত্রী হুজুর চলুন।

চৌষট্টি ঘরে কত রঙ – কত তামাশা
কত যুদ্ধ – কত গনিতের চাল
জীবন গনিতের চৌষট্টিতে – তুমি আমি বেহাল।

ছক কেটে দাবার ঘুঁটির মত ঘর সাজাই
এক, দুই, তিন… করে সাদা-কালোয় লড়ে যাই,
খেলা শেষে কিছু হারাই, কিছু পাই…।

জীবনের সাদা কালো ঘরে নিয়তির চাল
সবচেয়ে বড় আর অহংকারী অতি,
বোড়ে যেমন রুখে দেয় রাজার গতি
যতই গনিত কষি সবার উপরে নিয়তি।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This