নিছক প্রেম

আমি একপা বাড়ালেই হারিয়ে যাই জনসমুদ্রে
হাত ধরে রাখার কেউ নেই-
আমি চোখ বুজলেই শুনি বিরহের গান
রাত ভোর ঘুম নেই, স্বপ্ন দেখার কিছু নেই।

নিছক প্রেম 1

আলিনা অধ্যায় ২৩: খাদ্য শৃঙ্খল

আলিনার স্কুলে নতুন ক্যান্টিন খোলা হবে। স্কুল ছুটির পর আনন্দের সাথে আমাকে জানিয়েছে সে। বলেছে ক্যাণ্টিন খুললে সে আর বাসা থেকে টিফিন আনবে না, শুধু টাকা নিয়ে আসবে।- আজকে টাকা নিয়ে আসোনি?- এনেছি তো, আজকে একটা চিকেন ফ্রাই খেয়েছি। ৫০ টাকা দিয়ে বার্গারও আছে। আরো অনেক কিছু...

আলিনা অধ্যায় ২৩: খাদ্য শৃঙ্খল 2

আলিনা অধ্যায় ২২: রক্তঝরা জুলাই (২০২৪) এবং তারার সন্তানেরা

জুলাইটা খুব দুঃসহ হয়ে দেখা দিলো। স্কুলের পরীক্ষা শেষ হতে পারল না। তার আগেই দেশজুড়ে ছাত্র আন্দোলন শুরু হয়ে গেলো। সবকিছু বন্ধ করে দিয়ে শেষ রক্ষার চেষ্টা করলেন মাননীয়া, তাও পারলেন না। অনেকটা - "দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি" - এর মত অবস্থা।

একটার পর একটা লাশ পড়তে লাগল। পরিস্থিতি হয়ে গেলো ভয়ানক।

আলিনা অধ্যায় ২২: রক্তঝরা জুলাই (২০২৪) এবং তারার সন্তানেরা 4

আর দেখা হয় নি, ফেরা হয়নি

শেষবার কবে একসাথে সমুদ্রস্নানে নেমেছিলাম মনে আছে?
নির্ভার হয়ে এলিয়ে দিয়েছিলাম লবনাক্ত দেহ,
আমাদেরও সেরকম সময় ছিল-
আকাশে নীল ছিল, উত্তাল ছিলো জলকণারা।

আর দেখা হয় নি, ফেরা হয়নি 6

আলিনা অধ্যায় ২১: এই মেঘ, এই রোদ্দুর

আমাদের দরকার বাচ্চাদের যুক্তি শেখানো। যাতে একটা সময় গিয়ে তারা জীবনের কঠিন সিদ্ধান্ত গুলো নিতে আবেগের পরিবর্তে যুক্তির স্মরণ নেয়। যুক্তি আপনাকে হারতে দেবে না। মানুষ হিসেবে যতবারই পড়ে যাবেন, যুক্তি আপনাকে ততবারই পেছন থেকে তুলে ধরার চেষ্টা করবে।

আলিনা অধ্যায় ২১: এই মেঘ, এই রোদ্দুর 7

আমার ফেরা না ফেরার অপ্রেম

আলো নিভে যাবার আগে, ফিরে এসো শেষবার
আমি জোনাকি হয়ে ঘাসের ডগায় রাত পোহাবার অপেক্ষায়।
হেমন্তের খোলা মাঠে, দুরন্ত বাতাসের সাথে
ফিসফিস করে শোনাবো রাত্রির গান।

আমার ফেরা না ফেরার অপ্রেম 8

Pin It on Pinterest