বিকেলের অহংকার-
মাঝে মাঝে বিকেলের রোদ দেখে ইচ্ছে করে ছাদে গিয়ে একটা লাফ দেই- এক লাফে রঙধনুর দেশ মেঘের উপর একটা পা আরেকটা তোমার অহংকারের উপর। তোমার অহংকার আকাশ ছুঁতে চায়, কিন্তু মেঘের উপর কিছু দেখতে ভালো লাগছে না আজ। বিকেলের এই হলদে আলোয় তোমার অহংকারের উপর পা ফেলেই আমি একটা সিগারেট...