মনছবি

কেনো দিন-দুপুরে মেঘলা আকাশ জুড়ে মনছবিতে রও,
আমার যত আলসেমিতে, ঘুম ভাঙ্গানো ঘুমের ঘোরে রামধনু সাজাও?
কেনো বৃষ্টি শেষে মাতাল হাওয়ায় সুখের স্মৃতি জাগাও
আমার যত গোপন ঘোরে কামিনী সুবাস ছড়াও?

মনছবি 1

নিখাদ

কবি বলেছিল …
কবিতা ফুরিয়েছে, কাগজের শেষ পাতা,
আসলে ফুরিয়েছে জীবন
বিশ্বাসের সেই বিন্দুটা।

নিখাদ 2

বিবশ সময়

কি বিশাল শুন্যতা বুকে নিয়ে ঘুরি-
সে তুমি জানো না।
সুমদ্র সমান অভিমানেও আমি
তোমার চোখের তারায় হেসেছি আপ্রাণ।
আমার দিবস কাটে বিবশ,
আর রাত্রি নেশাতুর।

বিবশ সময় 3

একলা মানুষ

অনেক রক্ত গরম নিয়ে বড় হওয়ার জেদ -মুছে যায় নেশাতুর হয়ে,বুঝে গেছি এতদিনেপৃথিবীতে একলা বড় হতে হয়,ইস্পাতের মতো দৃঢ় হতে হয় আবেগ। কেউ কারো নয় একথা সত্য বড়যদি ছায়াও সরে যায়ভয়ে হও জড়সড়,জেনে রেখো সূর্য একা, একা থাকে চাঁদ,জীবনে বড় হয় যারা, একাই আনে প্রভাত। আমাদের কলতানে...

silhouette of man watching golden hour

ভাঙনের সুর

আবার যদি ফিরে আসে, যদি ফেরা হয় চেনা বটের তলায়
তবে মানুষ করে দিও,
দেয়াল নয়, ভেঙ্গে পড়া বাতাস নয় ...
এ মাটির একটা ঘাসফুল করে রেখে দিও পায়ের তলায়।

ভাঙনের সুর 4

যে আলো ছড়ায়

কিছু মানুষ আছে যারা ক্ষনিকের আলোর মত এসে আজীবনের দাঁগ কেটে যায়। বাকিটা জীবন শুধু সে স্মৃতি নিয়েই রোমাঞ্চিত হই।

যে আলো ছড়ায় 5

ভ্রান্তি

আমার হেঁটে যাওয়া পথের দু'পাশেমালঞ্চের ঝোপ আর কলমিলতায় বসে-একটা হলুদ প্রজাপতি নীল রঙের স্বপ্নে ভাসে। আমার ভ্রান্তি বিলাসে সে স্বপ্ন মেদুর রোদ হয়ে আসে। এখানে সযতনে রেখেছি ছাপ কাদামাটি করেতোমার গল্প আমার শহরের সবুজ খোপে। ফিরে আসব বলেও ফেরা হয় না প্রিয়তম আঁধারেআমার...

ভ্রান্তি 6

ঘৃনায় বসতি

এখন আর কাউকে শোধরাই না
না পাখিদের, না বেজন্মাদের
শুধু শুয়োরের বাচ্চাদের চিনে রাখি-
আর আজন্ম অভিশাপ দেই,
কালো তালিকায় নাম তুলে।

ঘৃনায় বসতি 7

ফেরা হয়নি আমার

না... এভাবে ফেরা হয় না, এভাবে ফিরতেও চাই নিকারো পায়ের নীচে অহংকারের পাপোষ হয়েজমাট অভিমানটুকু জলাঞ্জলি দিয়ে-আমার আত্মায় জমা যেটুকু ধুলো সব তোমারি ইচ্ছায়। না, এভাবে ফিরতে চাইনি এই আকাশের নীচেবখে যাওয়া ইচ্ছে আর স্বপ্ন ভঙ্গের ভীড়েএভাবে বাঁচতেও চাইনি...। আমার সে সকাল,...

ফেরা হয়নি আমার 9

Pin It on Pinterest