অসমাপ্ত কবিতা – ১

Sep 1, 2021কবিতা, সাহিত্য0 comments

কবি নাকি কবিতা?

মাঝরাতে ফুটপাত যখন ঘুমিয়ে পড়ে,
ল্যাম্পপোস্ট যখন স্নেহ বিলায়…
কবি তখন নেমে যান রাস্তার ধারে
হঠাত উদয় হওয়া চায়ের দোকানে –
আধো ধূমায়িত কাপে চুমক দেন জীবনের দীর্ঘশ্বাস –

অসমাপ্ত কবিতা - ১ 1

মৃত আর্তনাদ

দেয়ালে দেয়ালে ঘোরে মৃত ইচ্ছার আর্তনাদ –
ক্ষনিক বৃষ্টি, মেঘ জমা বর্ষার আকাশ।
ভালোলেগে যদি মানুষ হয়, তবে ভালোমানুষিতে কেন সর্বনাশ?
কেন জাগে বুকে অহংকারের তীব্র নিনাদ?

অসমাপ্ত কবিতা - ১ 2

সূর্য অস্ত গেলে –

এ সূর্য আকাশে নয় মাটিতে জন্মায়-
বিস্মৃতির মত রাত শেষে সেও মরে যায়-
যেমন থাকে রাত শেষে শিশিরের জলকণা
মন নেই, প্রান নেই, শুধু পড়ে থাকে দেহখানা!

অসমাপ্ত কবিতা - ১ 3

বিদায় –

যেভাবে একেঁছি পদচিহ্ন, মেখেছি ধুলো,
হেঁটেছি প্রান্তর থেকে সমুদ্র-
সেভাবেই বেলা শেষে মনে রেখো,
বিদায়ে দিও তোমার আঙ্গুলের স্পর্শ।

-৩০/০৭/২০২১

ফেরারী শহর

এ মিছিল শেষ হবার নয়-

মৃত্যুর মিছিলে যোগ হবে তোমার আমার নামও
ততদিন চোখে মুখে আলো- বাতাস মেখে নিও
এই স্বপ্নে, এই উদাসিনতায় কেটে যাক মূহুর্ত
বেঁচে থাকার ইচ্ছেটাই এখন এক শর্ত
পৃথিবী তার বিষাক্ত বাতাসে কাঁদায় না মন
হাজার বন্ধু, হাজার মন, দিনশেষে শূন্য আপন ভুবন।

অসমাপ্ত কবিতা - ১ 4

খুঁজি

এ ঘর ও ঘর খুঁজি, মায়ার সুতোয় বুঝি
আমার মন হারিয়ে, পথে নেমে খুঁজি
এ ঘর ও ঘর খুঁজি, ঘর হারিয়ে বুঝি
আমার ছায়া হারিয়ে, শুন্যে নেমে খুঁজি।

১৮/০৮/২০২১

অসমাপ্ত কবিতা - ১ 5

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This