উড়ো চিঠি

Sep 11, 2021কবিতা, সাহিত্য0 comments

বুকপকেটে অভিমানের চিঠি, ঠিকানা নেই জানা-
প্রাপক নিরুদ্দেশ,
তবু শহরভর্তি পোস্টবক্সের খোঁজে রাস্তায় নামা।

একটা উড়োচিঠি দেব’ই বলে নীলখামে বন্ধ করেছি-
আমার একটা নীল আকাশ আর খোলা জানালা।

“কেউ চিঠি লেখেনা আর…” এই অভিমানে মরার আগে,
একটা “প্রিয়তম” আমি লিখেই যাবো পোস্টবক্সের নামে।

ফুটপাথে হাত ধরে বসবে না বিকেল তুমি সন্ধ্যার নামে-
একটা প্রেমের চিঠি লিখে যাবই আমি নীলরঙা খামে।

রাত জেগে মুঠোফোনে একুশ অথবা কুড়ির হাঙ্গামা-
তবু চিঠি আমায় লিখতেই হবে, নিরুদ্দেশে যাবার আগে।

যতটা তুমি ভাবছ বোকা আমায়, অক্ষর আমার তারো বেশি চেনা,
আমার যত গল্প ছিল নীল খামের ভেতর থাকবে জমা।

শুধু ঠিকানা নিরুদ্দেশ, প্রাপকের নাম না জানা…

শহরজুড়ে যখন বৃষ্টি নামবে, বন্ধ হবে রিকশা-গাড়ি
নীল আকাশ তুমি জেনে নিও, চিঠি আমার পৌঁছে গেছে বাড়ি।


0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This