বৃষ্টি
আকাশেরও না বলা কিছু কথা থাকে! বৃষ্টির ফোটায় বাতাসের কানে কানে সে ফিসফিস করে বলে যায় সে কথা। আমরা তা শোনার আগেই বৃষ্টি মাটিতে লুটায়। শুধু আকাশটার জন্য মনটা বন্য, একফালি মেঘ শুন্য যত আবেগ। শেষ বিকেলের মেয়ে বৃষ্টি হয়ে ঝরে, দু'হাতে শাখায় পাতায় ভালোবাসা জড়ায়।...