এপ্রিল ২০২০
ঐ চিবুকের ভাঁজ ছুয়ে নেমে যাওয়া হাসির মতমৃত্যু উপত্যকা ছুঁয়ে এসো - কানামাছি ভোঁ ভোঁ - যারে পাবি তারে ছো,মনের গলির সন্ধিতে, নিঃশ্বাস ফেলে এসো আমাদের গলিতে এখন দীর্ঘ প্রলাপরাত গুলো লম্বা আর দিনগুলো মন্থর। আমাদের সময় কাটে জাবর কেটে -সাইরেনের শব্দে আমরা কানামাছি...