অসভ্যদের সভ্যতা
বিষাদে নিল হয়েও বিষ পান করিনিবিশ কিংবা বায়ান্নর হিসেবেও ক্লান্ত হইনিশুধু বিষাদে আর্তনাদ করেছি গোপনেসব পথ গিয়ে শেষে আমাতেই গোপন হয়,তবুও ধীর পায়ে জ্বরা আসে, শোক আসে-আমার গোপন অসুখটা সেরে যাবে - এই আশায়…আরো কিছুটা পথ হেঁটে যেতে ইচ্ছা হয়,ষাট কিংবা আশি নয়, একশো বারোতে...