বুড়ো অভিমান
আমার মন খারাপের বিকেলে তুমি সন্ধ্যা হলে আমার সন্ধ্যায় তুমি মেঘ হলে অভিমান জমে কংক্রিটের আকাশে একটু খানি ঝরে যেও আমার রাতে এক দুই তিন... অচেনা শীত নামে এই শহরের বুকে তুমি আমি একজনই তো - এই অভিমানে জমে পাহাড় হলে কে নেবে তার দায়? অভিমানে যুদ্ধে ভালোবাসা মৃতপ্রায়। আর...