আলিনা অধ্যায় – ৩

Mar 12, 2019আত্মকথন0 comments

এক উদাস বিকেল আলিনার বইমেলা ভ্রমন এবং স্মার্ট মানুষ দেখার গল্প-
এক উদাস বিকেলে আলিনার বইমেলা ভ্রমন এবং স্মার্ট মানুষ দেখার গল্প-

ঘুম ঘুম চোখ এখনও ঘুম থেকে ওঠার নাম নেই। গড়াগড়ি দিচ্ছে তো দিচ্ছেই, বেলা বাজে ১১ টা।

বাবাঃ আলিনা বেইবি উঠে যাও, অনেক্ষন হয়েছে তো, আরো ঘুমাতে চাও?

আলিনা হালকা চোখ খুলে –

“বেবিরা তো ওয়া ওয়া করে, শুয়ে শুয়ে… আর দুদু খায় ফিডারে… আর বলে ওয়া … ওয়া…।

আর বাবুরা… আইস্ক্রিম খায়… চকলেট খায়… ঘুরতে যায়… আর ঘুমায়। আর… স্কুলে যায়।

বাবাঃ তাই নাকি… তুই তাহলে বেইবি থেকে বাবু হয়ে গেছিস?

আলিনাঃ হুম… আমি বড় হয়ে গেছি না…! বেবিরা তো কোলে চড়ে আমি তো নিজে নিজেই হাটতে পারি, গোসল করতে পারি… আমি স্মার্ট না?

বিঃদ্রঃ এই স্মার্ট শব্দ আর তার অর্থ সে হরলিক্স এর বিজ্ঞাপন দেখে শিখেছে।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This