ভুল থেকে জন্ম

Dec 31, 2018কবিতা0 comments

আমাদের গোধুলী বেলায় আগুনের ফুল,
জীবনের কাছে হেরে যাওয়া কিছু ভুল।
ভুল মানুষ, ভুল ভালোবাসা, ভুল গল্পে,
ভুলে ভরা রাস্তায় স্নেহ বিছিয়ে চলা।
 
আমাদের জীবনের গল্পে শতেক মানুষ-
কে শেখায় স্নেহ, মায়া, আর ভালোবাসা
কে দেয় প্রথম প্রনয়ের পাঠ?
কে দিল প্রথম মন ভাঙ্গা বিশাল মাঠ?
 
অনেক গল্পে হাজারো পৃষ্ঠা জুড়ে শুধু নীল রঙ
জীবনের কাছে অনেক কাহিনী শুধুই মলিন পাতা
জল রঙ্গে আঁকা আমাদের খেরো খাতা।
 
অনেক ভ্রমন হল দেশ থেকে মরু আর তেপান্তরে,
অনেক দেখলাম জলের ফোঁটা চোখের কাজলে।
লেপ্টে থাকা মায়া চিবুকে রেখে পাড়ি জমায় পরিব্রাজক
নতুন দেশ, নতুন মায়া, নতুন প্রেমে আর ভুলে
গড়ে নেয় বিদেশিনী মায়া নিজের আদলে।
 
মন চায়, মন নেয়, মন দেয়, ভুল করে সব হয়,
আমাদের ভুলে, ভুল পথে, ভুল মায়ায়, ভুল স্নেহে –
ইশ্বরও আরো বেশি মায়াময় হয়ে যায়।
ভুল থেকে জন্ম 1

জগতের সকল শিক্ষা ভুলে। ভুল না করে কেউ কিছু শিখতে পারে না। ভুলেই আনন্দ, ভুলেই জ্ঞান অর্জন। আমরা সবাই ভুলের ছাত্র। প্রকৃতি নিজেও ভুল করে করে তারপর প্রজাতি এনেছে। অনেকেই হয়ত জানে না হোমো স্যাপিয়েন্সের আগে আরো কিছু প্রজাতি ছিল যারা কালের পরিক্রমায় হারিয়ে গেছে। টিকে গেছি আমরা, কবিতা আর যুদ্ধের মানুষেরা…।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This