চৈতালী মেঘ –

Sep 3, 2019কবিতা0 comments

চলে গেছে মেঘ,
দু’ফোঁটা আবেগ-
সাথে চৈতালী ছায়া,
নিয়ে বৃষ্টির মায়া।

শিশিরে জমা ধুলো
এই বিষন্ন বিকেলগুলো
আবেগের ভীষন তাড়া
টুপটাপ গাছের ছায়া।

হাত দুটি আরো কাছে
শরীরের ও উত্তাপ আছে,
মনে হয় ক্ষনিকের মায়া
অনন্তকাল পড়ে থাকে হিয়া।

আকুল করে বেঁধেছ যে প্রান
এই প্রেম, এই বৃষ্টি, এই শশ্মান
যত্নে গড়া মায়ার সংসার,
দূরে যাই, ফিরে আসি আবার।

জেনে রেখ যেন থাকে মনে –
যেখানেই যাই, যেভাবেই থাকি
একটু হাসি মুখের কল্পনায়,
চৈতালী মেঘ বিভোর রাখি।

চৈতালী মেঘ বৃষ্টি না ঝরিয়েই যদি চলে যায় দূরে, তবে প্রিয়তমার সাথে গাছতলায় আড্ডা হবে কি করে? ও মেঘ তুমি ফিরে এসো

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This