তুমি জেগে গেলেই
তুমি ঘুম থেকে উঠলেই, আকাশটা মেঘলাচোখ খুললেই মনভার রিমঝিম,তুমি আড়মোড়া ভাঙলেই ঝড়ো বাতাস -চারিদিক মেঘকালো বজ্রের হুঙ্কার। তোমার চাহনিতে সে ঝড় চলে অবিরত দিগ্বিদিকতুমি যাই বলো, আমি মেনে নিই ঠিক ঠিক। তবু কেন মুখ কালো ভার তোমার?তোমার জন্য আমি প্রকৃতি সেজেছিঝড়ে নুয়ে পড়েছি...