নিভৃতে দুঃখ

কিছু কথা মনে মনে রয়ে যায়। যার যাতনা সে সয়ে যায়। কিছু কথা বুক ফাটলেও মুখে ফোটে না। কষ্ট সবারই হয়। কেউ কাঁদতে জানে, কারো কান্নায় জল নেই।

নিভৃতে দুঃখ 1

শহরের দেয়াল কথা কয় –

আমার যখন আকাশ ছোঁয়ার ইচ্ছে জাগে,মনটা যখন শহর ধরে ছোটে...তুমি তখন মগ্ন হয়ে... নখ কাটছ দাঁতের ফাঁকে। আমার যখন বৃষ্টি ভেজার ইচ্ছে হয়তুমি তখন মাতাল হাওয়ায় ভেসে ভেসেফিসফিসিয়ে শুনছ কি, বাতাস পানি কি কথা কয়? আমার যখন মনটা উদাস, দুঃখেরা করে ফিসফাস,মুখরিত হাজার অতীত...

শহরের দেয়াল কথা কয় - 2

যেতে যদি চাও –

শব্দ নিয়ে খেলা করতে গিয়েই পরীক্ষা-নিরীক্ষা চলছে। কার অভিমানে সংসার ভাঙ্গে আবার মন কাঁদে? কার মায়ার আকর্ষনে আবার জোড়া লাগে। এক পথের ভালোবাসা ছেড়ে কেন অন্যপথে হাটে মানব মানবী?

যেতে যদি চাও - 3

কে চালে ঘুঁটি?

জীবনের খেলাঘর গনিতের নিয়ম মানে না। গনিত শুধু মাত্র ভবিষ্যত বলতে পারে। কিন্তু বদলে দেয়ার ভার শুধু মাত্র নিয়তির হাতে। এ যেন এক অনবরত দাবা খেলা।

কে চালে ঘুঁটি? 4

আমার বেলা শেষে –

যদি হারিয়ে যাই এই ভীড়ের মাঝে - বেলা শেষে ফুরিয়ে যাই সাঁঝেজেনো ভালোবাসা মালা গেঁথে-সাজিয়েছি ভুল সময়ে, ভুল দেয়ালে। অর্ধেক মানুষ হয়ে আর অর্ধেক দেবতারআমাদের সময় ভুল ছিল, ভুল বদ্ধ দুয়ার।দুয়ারে দাঁড়ায়ে পথিক হাঁকে - ওহে, বেলা শেষ, চলে যেত হবে আজ সাঁঝে। কত শত...

আমার বেলা শেষে - 5

সময়

এই জলের মতন পায়ের উপর দিয়ে গড়িয়ে চলা সময় নদীইচ্ছে হয় এক দৌড়ে গিয়ে খুঁজি তোমায় যদি -এই যে সবুজ ঘাস, পায়ের নিচে গুড়ো হয়ে যাওয়া ফুল,এই যে হারিয়ে ফেলা কৈশোরের স্মৃতি আর ভুল -এই যে কদম, ডালিয়া, বেলী, হাস্নাহেনা আর যুঁই,ইচ্ছে করে দৌড়ে গিয়ে তোমায় আবার ছুঁই। হাত মেললেই হয়ে...

সময় 6

আলিনা অধ্যায় – ৭

||এক|| হাত থেকে বোতলটা পড়ে গেল। মেয়েটা হাসছে আমার দিকে তাঁকিয়ে, বলল -ঃ দেখেছ এখন তুমিও বোতল ফেলেছ, খালি আমাকে বলো...।ঃ Sorry; Baba is getting sloppy.: না বাবা... You are getting clumsy. আমি আক্ষরিক অর্থেই চমৎকৃত হলাম কন্যার শব্দ চয়নে। ক্লামজির মত শব্দ তার এই বয়সে...

আলিনা অধ্যায় - ৭ 7

এপ্রিল ২০২০

ঐ চিবুকের ভাঁজ ছুয়ে নেমে যাওয়া হাসির মতমৃত্যু উপত্যকা ছুঁয়ে এসো - কানামাছি ভোঁ ভোঁ - যারে পাবি তারে ছো,মনের গলির সন্ধিতে, নিঃশ্বাস ফেলে এসো আমাদের গলিতে এখন দীর্ঘ প্রলাপরাত গুলো লম্বা আর দিনগুলো মন্থর। আমাদের সময় কাটে জাবর কেটে -সাইরেনের শব্দে আমরা কানামাছি...

এপ্রিল ২০২০ 8

আলিনা অধ্যায় – ৬

একটা বয়সে মানুষের ভালোবাসা এসে জমা হয় তার জাগতিক বস্তুতে এবং তার বাসস্থানের উপর। নিজের ঘরবাড়ি ছেড়ে বুড়ো লোকজন এই কারনেই খুব বেশি দূরে যেতে চান না।

আলিনা অধ্যায় - ৬ 9

নাম বলা হয়নি –

মাহির একটা হার্টবিট মিস করল। বুকের ভেতরটা মনে হচ্ছে কেউ খামচে ধরেছে হঠাৎ করে। রেলিং এর পাশে সরে গিয়ে নিচে নামার জায়গা ছেড়ে দিল মেয়েটিকে মাহির। চোখ তখনও মেয়েটির দিকে। মনে হচ্ছে একটা ভালোলাগার সাবলীল ঢেউ চলে যাচ্ছে সিঁড়ি বেয়ে।

নাম বলা হয়নি - 10

Pin It on Pinterest