শহুরে কবিতা
অ - বলতে গিয়ে যদি "অক্ষর" ফুরিয়ে যায় -তবে কবিতারা সব ঘুমিয়ে থাক।বাদ যাক যত তারার ছাদের নিচে রাতযাপনসময় সেখানে সংক্ষিপ্ত পথ ধরে ভাষা শিখুক। হরতাল নামুক তোমার কবিতার খাতায় -অথবা কি-বোর্ডের টুকটাক শব্দে। রাত এখানে গভীর হয় না -বরঞ্ছ, অবাঞ্ছিত সকাল আসে।সূর্য ওঠে না...