বিচ্ছিন্ন জীবন – অবিচ্ছিন্ন প্রেম

কোন গোপন অসুখ নিয়ে প্রিয়ার কাছে আসিনিআসিনি প্রিয় মুখে চুম্বনের দাগ এঁকে দিতেগোপন কোন বাসনা নেই, অথবা অহেতুক অপরাধ।আমার যে অংশটা অনাদরে মলিন হয়েছেআর কোন মিহি প্রলেপ দাওনি যে ফ্রেমে,শুধু তার অধিকার নিতে এসেছি। তুমি প্রেমে পোড়ো না, স্বপ্ন দেখো না,আতশবাজি উঁচুতে উঠে...

বিচ্ছিন্ন জীবন - অবিচ্ছিন্ন প্রেম 1

উড়ো চিঠি

বুকপকেটে অভিমানের চিঠি, ঠিকানা নেই জানা-
প্রাপক নিরুদ্দেশ,
তবু শহরভর্তি পোস্টবক্সের খোঁজে রাস্তায় নামা।

উড়ো চিঠি 2

অসমাপ্ত কবিতা – ১

কবি নাকি কবিতা? মাঝরাতে ফুটপাত যখন ঘুমিয়ে পড়ে,ল্যাম্পপোস্ট যখন স্নেহ বিলায়…কবি তখন নেমে যান রাস্তার ধারেহঠাত উদয় হওয়া চায়ের দোকানে –আধো ধূমায়িত কাপে চুমক দেন জীবনের দীর্ঘশ্বাস – মৃত আর্তনাদ দেয়ালে দেয়ালে ঘোরে মৃত ইচ্ছার আর্তনাদ -ক্ষনিক বৃষ্টি, মেঘ জমা বর্ষার...

অসমাপ্ত কবিতা - ১ 5

মৃত আর্তনাদ

দেয়ালে দেয়ালে ঘোরে মৃত ইচ্ছার আর্তনাদ -ক্ষনিক বৃষ্টি, মেঘ জমা বর্ষার আকাশ।ভালোলেগে যদি মানুষ হয়, তবে ভালোমানুষিতে কেন সর্বনাশ?কেন জাগে বুকে অহংকারের তীব্র নিনাদ? কেন রাত জেগে দীর্ঘ ভোর আসে,বাতাসে নিকোটিন বিষ ভাসে-দু-পেয়ালা মদির সুধা, গন্ধে জীবন হাসেএই প্রেম ক্ষনিক...

মৃত আর্তনাদ 6

অসভ্যদের সভ্যতা

বিষাদে নিল হয়েও বিষ পান করিনিবিশ কিংবা বায়ান্নর হিসেবেও ক্লান্ত হইনিশুধু বিষাদে আর্তনাদ করেছি গোপনেসব পথ গিয়ে শেষে আমাতেই গোপন হয়,তবুও ধীর পায়ে জ্বরা আসে, শোক আসে-আমার গোপন অসুখটা সেরে যাবে - এই আশায়…আরো কিছুটা পথ হেঁটে যেতে ইচ্ছা হয়,ষাট কিংবা আশি নয়, একশো বারোতে...

অসভ্যদের সভ্যতা 7

হায় জীবন!

খোলা আকাশের নিচে কেউ কেউ - একটা ঘাস ফড়িঙের জীবন কাটিয়ে দেয় -পায়ের তলায় শিশিরদানা মাড়িয়ে - শুয়ে থাকে শীতের বিছানায়। জীবন এমন হবার কথা ছিল না, এমন নিঃসঙ্গ আর তরঙ্গ বিহীনজীবনের একটা উচ্ছাস ছিল, হাসি-কান্না আর প্রেমের কথা ছিল- এভাবে দুঃখ বয়ে বেড়ানো... কাঁধে মৃত লাশের...

হায় জীবন! 8

সুধাই

এইতো অস্থির জীবন,তোমার আমার গল্প যেমন- বাকিটা অন্তরালে অভিমানেযাচ্ছে জীবন এভাবে চলে। শেষের থেকে অল্প দূরেভালোবাসা যদি নাই থাকে! এইতো তরুর ছায়া -ফেলে রেখেছি দীর্ঘ মায়া। এই নিঃশ্বাস, এই ব্যস্ততাকার যেন হৃদয় পাতা। কান পেতে শুনেছি আঁধারে আলোর কান্নার-মিশে আছে কুহেলিকা,...

সুধাই 9

এখন আমার বিষাদে

এখন এমনকি নারী আর মাদকেও মন টানে না,বিষন্ন থাকে না লাল রঙা গোধূলি -এখন আর আলতো পায়ে টিপ টিপ করে হাটি না -বিকেলের ঘুম ভেঙ্গে যাক - তাতে কার কি? বারান্দায় বৃষ্টিতে হাত বাড়াই না,সর্ষে দানায় মানচিত্র খুঁজি না।এখন হাত ধরে টেনে নিয়ে হঠাত ফিস ফিস করে -আর বলিনা চলো...

এখন অনেক রাত

Pin It on Pinterest