বিচ্ছিন্ন জীবন – অবিচ্ছিন্ন প্রেম
কোন গোপন অসুখ নিয়ে প্রিয়ার কাছে আসিনিআসিনি প্রিয় মুখে চুম্বনের দাগ এঁকে দিতেগোপন কোন বাসনা নেই, অথবা অহেতুক অপরাধ।আমার যে অংশটা অনাদরে মলিন হয়েছেআর কোন মিহি প্রলেপ দাওনি যে ফ্রেমে,শুধু তার অধিকার নিতে এসেছি। তুমি প্রেমে পোড়ো না, স্বপ্ন দেখো না,আতশবাজি উঁচুতে উঠে...