আমাদের ফেরা হয় না
যদিওবা ফিরব বলে ফেরা হয়নি আর, ঘরছাড়া মন কি চায় সে পথের সন্ধান?যে পথে তুমি নেই, আমি নেই, মায়া নেই, আছে শুধু ক্লান্তিকর এক অভিমান। ভাবব না আর কোন প্রেমের গল্পভেবে ভেবে ঠিক করি ধুরছাই , যেটুকু জীবন আছে অল্প। এক নিমিষেই যে প্রেম, দিন থেকে হয় বিকেল আর রাত্রিতার সাথে...