ফেরা হয়নি আমার

Feb 17, 2022কবিতা0 comments

না… এভাবে ফেরা হয় না, এভাবে ফিরতেও চাই নি
কারো পায়ের নীচে অহংকারের পাপোষ হয়ে
জমাট অভিমানটুকু জলাঞ্জলি দিয়ে-
আমার আত্মায় জমা যেটুকু ধুলো সব তোমারি ইচ্ছায়।

না, এভাবে ফিরতে চাইনি এই আকাশের নীচে
বখে যাওয়া ইচ্ছে আর স্বপ্ন ভঙ্গের ভীড়ে
এভাবে বাঁচতেও চাইনি…।

আমার সে সকাল, রাত্রি – ভোর,
থাকুক একা, থাকুক সঙ্গিহীন
ময়লা জমুক, জং ধরুক,
কেটে যাক নিদ্রাহীন।

ফেরা বলে না একে, আত্মায় বিলীন অনুভূতি নিয়ে
চলে যে গেছে সে যাক, হারানো প্রিয়ার স্মৃতি রেখে।

আমি ফিরতে চেয়েছি ঐ মেঠো পথে ঘাসফুলের কাছে
যেখানে হাতে রেখেছিলে হাত আর কাঁধে একটা আকাশ
সেখানে ছিল বিশ্বাস আর ঘরে ফেরার আশ্বাস।

না… এই ফেরা হয়নি আমার ঘর ছেড়ে অন্য ঘরে
ফিরব যেদিন দেখবে পৃথিবী, নিজের পথে, ইচ্ছায় অবিরাম,
……আর এক টুকরো উড়াল বাতাস হয়ে।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This