ভ্রান্তি

Apr 3, 2022কবিতা0 comments

আমার হেঁটে যাওয়া পথের দু’পাশে
মালঞ্চের ঝোপ আর কলমিলতায় বসে-
একটা হলুদ প্রজাপতি নীল রঙের স্বপ্নে ভাসে।

আমার ভ্রান্তি বিলাসে সে স্বপ্ন মেদুর রোদ হয়ে আসে।

এখানে সযতনে রেখেছি ছাপ কাদামাটি করে
তোমার গল্প আমার শহরের সবুজ খোপে।

ফিরে আসব বলেও ফেরা হয় না প্রিয়তম আঁধারে
আমার ভ্রান্তি আমার ক্লান্তি, মগ্ন হয় প্রেম সন্ন্যাসে।

খুব ইচ্ছের আমার কবিতার খাতা
আমার জলছবির চারুলতা
হেমন্ত, বৈশেখ আর স্বপ্ন ছেড়া রঙ্গিন পাতা।

এখানে এসে… বসে দেখো একটু আমার পাশে
আমার ছায়ায় তোমার ভ্রান্তিরা আজও হাসে,
সেই নীল রঙের প্রজাপতি, হলুদ স্বপ্নে
আমার কাদামাটির ঘরে, ফুল হয়ে আসে।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This