সহজ স্পর্শ
তোমাতে আমাতে আকুল করে হাত দুটি বেঁধে স্পর্শের বাইরে একটা মনে কত জমা কথা - এক বিকেলে চায়ের কাপে জমে ব্যাথা। ফিরে চাইলাম জীবন নদীর পেছনে পেছনের আমি আকুল হয়ে শুধু হাসে। এতটা ভুলও করিনি আমি অযোগ্য ক্ষমার তোমার এক হাসিতেই আমার জীবন নদী পার। সহজ কথায় সহজ ভালোবাসা বাসলেই...