সংযমের মাস
যা হবার তা তো হবেরে ভাই... কে কবে আটকাতে পেরেছে তাই? এসব রঙ্গ দেখে তাই হাত তালি মেরে যাই- রোজায় হচ্ছে ব্যাপক সংযম পর্দার আড়ালে কেউ হানা দেয় দোকানে, কেউ আড়তে ভেজালের খোঁজে- ভেজাল মানুষে যে ভরে গেছে সারা দেশ তা কে দেখে? সংযমে আছে ব্যবসায়ী, সংযমে পুলিশ আর সরকারী...