নীতি কথা বলে কি লাভ হয়?
নীতি কথা বলে কি লাভ হয় আসলে? কেউ শোনে? কেউ শোধরায় নিজেকে? নাহ...। এরকম কোন নজির এখনো দেখিনি। দেশের বাইরে যাদের যাবার অভ্যাস আছে বা থাকেন তারা সবসময়ই আফসোস করেন, হায়রে আমার দেশের মানুষগুলা যদি এমন হোত! আমাদের রাস্তাঘাট আর স্বভাব যদি এদের মত হোত! কি লাভ? দিন শেষে...