একদিন…

Oct 18, 2018কবিতা0 comments

একদিন চেপে ধরে বেদম চুমু দেব…
মাঝরাতে ল্যাম্পোস্টের নিচে, কোন এক কানা গলিতে,
ভিড়ের মাঝে কিংবা বাসের জঙ্গলে…
বেদম চুমুতে তোমার সারা শরীর ভরিয়ে দেব।

শালা…

তুমি সারা বছর ঘুষ খেতে পারো… ইধার কা হাত উধার মে চালান…
আর আমি একদিন চুমু খেলেই অপরাধ?

যেদিন আমি তোমাকে চেপে ধরব… সেই সুদিনের অপেক্ষায়,
চুমতে চুমুতে লাল করে দেব তোমার ঐখানে…
কয়েকটা কবিতাও ভরে দেব… তোমার মগজে।

তারপর সারাদিন কবিতা গুলো বেসুরো হয়ে বাজবে তোমার কানে…
সবাই তখন তোমাকে খুঁজবে চুমু দেবার জন্য।

আমাদেরও দিন আসবে,
চুমুর ভয়ে তুমি এবং তোমরা শহর ছেড়ে পালাবে।

সেই একদিন… সুদিনের অপেক্ষায়।


সুদিনের অপেক্ষায় পেঁচার মত চেয়ে থাকা এক লোক একবার আমাকে বলেছিল, আচ্ছা ধরুন কেউ ঘুষ চাইলেই যদি আমরা একটা করে চুমু দিয়ে দেই? তাহলে কি হবে? ঘুষ তো প্রকাশ্যে নেয়া যায়, কিন্তু চুমু কতক্ষন সহ্য করতে পারবে?

ভালো প্রশ্ন।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This