আসবে কি আবার ফিরে-

Aug 9, 2022কবিতা0 comments

কত রাত, এত জল, ভীষন মায়ায়-
ভুলে যাওয়া মন সে অসহায়
যত পথ, তত পাপ, আমার ছায়ায় –
ডুবে যাওয়া প্রেম আলো বিলায়।

কত গল্পে এঁকেছি তোমার ছবি
যত পথে কেটেছে তোমার স্বপ্নে
ততটা পাইনি পাশে- আমার আঁধারে।

একদিন এ শহর ছেড়ে
চলে গেলে দূরে
স্মৃতিতে থাকবো পুরনো ধুলো হয়ে।

ভেবে নিও প্রেম একবারই আসে
মোহ নিয়ে মানুষ বাকিটা জীবন বাঁচে।

প্রথম স্মৃতির ধুলো তাই
রয়ে যায় – অমলিন
নদীর মত উচ্ছ্বল বাধাহীন।

বাকিটা জীবন তুমি নিও ভেবে
কে বেসেছিলো ভালো,
কে ছিল প্রথম তোমার, কে হয়েছে ধুলো?

তবু ফিরে যদি না আসো
চেনা ঘাসের শিশিরে
হাওয়ার মত ছুঁয়ে যাবো
তোমার আঁচলে।

গোধূলি শেষে চাঁদের খোঁজে
আকাশ যদি কেঁদে ফেরে
জানবে তখন-
আঁধার আমার কেমন লাগে।

আসবে কি আবার ফিরে-
আমার আপন আঁধারে?

জেনো-
ক্লান্ত মন দিন শেষে
টেনে নেয়া দেহে,
খোঁজে শুধু একটাই হাসি-
আজন্ম যার সাথে বাঁধা পড়ে আছি।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This