আলিনা অধ্যায় -১৭: আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব

Feb 14, 2023আত্মকথন0 comments

।। এক ।।

নিজের ব্যাক্তিগত বা ব্যাবসায়িক কাজে যখন বাইরে বেশ অনেকটা সময় দিতে হয় তখন মেয়েকে কারো কাছে রেখে যেতে হয়। সেটা তার কম্ফোর্ট জোনের বাইরে বলে সে বেশ গাঁইগুই করে।

আজকে যখন বললাম, বাবা একটা কাজে বাইরে যাবো তুমি মার অফিসে কিছুক্ষন অপেক্ষা করবে, বাবা এসে আবার তোমাকে নিয়ে যাব। সে হুট করে বলে দিল, “ঠিকাছে… কিন্তু আমাকে সবাই শুধু গিফট করে দেয়, একবার এখানে, আরেকবার ওখানে।”

তার মানে, তাকে সাথে না নিয়ে কেন রেখে যাওয়া হয়। তখন তাকে বোঝাতে হলো, সব জায়গায় তোমাকে নিয়ে যাওয়া যায় না, আর গেলে তোমার কষ্ট হতে পারে।

আমার উত্তরে অবশ্য আলিনা সন্তুষ্ট হলো না। আমার বিখ্যাত একটা ইংরেজী মিম মনে পড়ে গেলো-

Hard times create strong men,
Strong men create good times.
Good times create weak men
Weak men create hard times.

এই চক্র চলতেই থাকবে। জীবনের কঠিন সময় আপনাকে শক্ত হতে শেখাবে আর সেটা আপনার ভবিষ্যতেকে সহজ করে দেবে।

এই সহজ সময়ের প্রাচুর্য্যে যে সন্তানেরা বড় হবে তারা হবে খুব দূর্বল। কারন এরা চাওয়া মাত্রই বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে গেছে। এটা অবধারিত ভাবে তাদের জীবনে আবার কঠিন সময় নিয়ে আসবে।

চক্র থেকে বের হবার উপায় নেই। যখনই কোন কঠিন পরিস্থিতিতে পড়ি আমি তাই মাথা ঠান্ডা রেখে চিন্তা করি আমার বাবা এর থেকে কঠিন পরিস্থিতি পার করে এসেছেন।

মা’রে এই কম্ফোর্ট জোনের বাইরে তোকে বের হতেই হবে। জীবনে যারাই বড় কিছু করেছে তারাই আর দশটা মানুষের মত গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়নি। নিজের রাস্তা নিজেই তৈরি করেছে।

সবাই যা করে সেই একই কাজ করে তুমি অর্থনৈতিক বা বুদ্ধিবৃত্তিক কোন দিক থেকেই বড় হতে পারবে না। লোকে কি বলে – এ কথায় কান দেয়া যাবে না। তোমার যদি অন্যের বুদ্ধিতেই চলতে হয় তবে সৃষ্টিকর্তা তোমাকে মস্তিষ্ক দিয়েছেন কেন?

নিজের বিচার আর দর্শন অন্যদের থেকে যদি আলাদাই না হয় তবে আর দশটা সাধারনের মত জীবন বেছে নিতে হবে। এজন্য হাজারো বিপদ মোকাবেলা করতে হবে। নিজের আরাম আয়শের জায়গাটা ছেড়ে পথে বের হতে হবে।

যত বার তুমি আঘাত পাবে, বিফল হবে, নিজকে বলো “আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব“।

আলিনা অধ্যায় -১৭: আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব 1

।। দুই ।।

পার্সিয়ান একটা দর্শন আছে “This too shall pass” – এর মানে অনেকটা এরকম- “খারাপ -ভাল যাই হোক, সব-ই একসময় কেটে যাবে।”

আজকে যে পরিস্থিতি আপনার কাছে অসহ্য মনে হচ্ছে, যে বিপদ আপনি পার হতে পারবেন না বলে মনে হচ্ছে, সেটা একসময় কেটে যাবে। যে সুখের দিন আপনি পার করছেন সেটাও একসময় শেষ হয়ে যাবে।

হতাশ হবেন না। বিপদ আসেই আপনাকে শক্ত মানুষ বানিয়ে দিতে। শুধু মনে রাখবেন কে ঝড়ের সময় আপনার পাশে দাঁড়িয়ে ছিল, আর কে মুখ ফিরিয়ে নিয়েছিল। চেহারাগুলো চিনে রাখুন।

একটা কথা আমি নিজে খুব মানি, মানুষ আপনাকে একবারই বোকা বানাতে পারে, দ্বিতীয়বার আপনি স্বেচ্ছায় ধরা খান।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This