হারাইনি…
দ্রোহে, আগুনে এই ফাগুনে নিশ্চুপ আছি
আমার যা বলার ছিল তা অব্যক্ত রেখেছি
মরে যাইনি…
আত্মা বিক্রি করেছি, শুধু দেহটা মাটির ঋন।
মানুষের বাঁচার জন্য শুধু একটুকরো আকাশ হলেই চলে
তবু ওদের সবটাই চাই, আরো চাই সমুদ্রের জল।
আমি এক পুকুর সমান তৃষ্ণা বুকে নিয়ে-
আকন্ঠ শিশিরে ডুবে যাই।
তুবু ওদের সবটাই চাই, আরো চাই সৈকতের বালি
আমি একরাশ পাপে ডুবে যাই।
আমার হাতে মৃত্যুর গন্ধ লেগে থাকে,
অথচ, বেশ্যারা ধর্মের কথা বলে গাছ তলায়।
যার পেটে ভাত নেই, আর কপালের ঘাম ঝরে
সে ঈশ্বরকে ধন্যবাদ দেয়।
ভোজনালয়ে জ্ঞানী খাদকের দল উপরে আঙুল তোলে,
তরকারিতে নুন কম হয়েছে আজ।
তবু ওদের সবটাই চাই, মৃতের কাফনের শেষ আতরটুকুও
আমি নির্ঘুম রাত কাটাই নিকোটিন জড়িয়ে।
আমার আত্মগ্লানি আর বিষ দেশ ছাড়ায়
আমি সীমান্তে যুদ্ধ বাধাই,
লাশের উপর ভর করে ওড়ে শান্তির কবুতর।
0 Comments