ফেরা হয়নি আমার
না... এভাবে ফেরা হয় না, এভাবে ফিরতেও চাই নিকারো পায়ের নীচে অহংকারের পাপোষ হয়েজমাট অভিমানটুকু জলাঞ্জলি দিয়ে-আমার আত্মায় জমা যেটুকু ধুলো সব তোমারি ইচ্ছায়। না, এভাবে ফিরতে চাইনি এই আকাশের নীচেবখে যাওয়া ইচ্ছে আর স্বপ্ন ভঙ্গের ভীড়েএভাবে বাঁচতেও চাইনি...। আমার সে সকাল,...