একলা মানুষ
অনেক রক্ত গরম নিয়ে বড় হওয়ার জেদ -মুছে যায় নেশাতুর হয়ে,বুঝে গেছি এতদিনেপৃথিবীতে একলা বড় হতে হয়,ইস্পাতের মতো দৃঢ় হতে হয় আবেগ। কেউ কারো নয় একথা সত্য বড়যদি ছায়াও সরে যায়ভয়ে হও জড়সড়,জেনে রেখো সূর্য একা, একা থাকে চাঁদ,জীবনে বড় হয় যারা, একাই আনে প্রভাত। আমাদের কলতানে...