স্কুল বারান্দা

Feb 10, 2024কবিতা, সাহিত্য0 comments

শৈশব পুড়ে যায়
ছুটির ঘন্টায়
খুব চেনা ক্লাসরুম-
বাদলা দিনের ক্ষনটায়।

বড় হতে চাইছি শিশু বলে
সই বাদে সময় কি চলে?
কাটছে নামতা গুনে শীতের সকাল
ঐকিক অংকে বানরের ক্যাচাল।

মিয়া বাড়ির পুকুর ঘাটে শিং, বোয়াল, কই
আমার রঙ তুলি আর পেন্সিলে আঁকা বই।

একটা মানচিত্রে হাজারো দাগ
কে দিয়েছে যোগ, কার হয়েছে ভাগ?
ভূগোলে ভাই বড্ড কাঁচা-
স্কুল মাঠ ছেড়ে কেমনে বাঁচা?

আমার চেনা পাকুড়, আম আর নিমের ডালে
বন্দি ক্লাসরুমে, প্রিয়মুখের ছায়া যদি খেলে,
হাজারটা যৌবন আর মুক্তি ফেলে
আবার ফিরতাম শৈশব কালে।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This