এখন জীবন যেভাবে কাটাই

Feb 4, 2024কবিতা0 comments

আমি দু:খ সই অনেক গোপনে, হাসিমুখে
ওরা ভাবে আমি নির্দয়।

আমার অভিযোগ জমে শুধু সময়ের কাছে
মানুষ ভাবে আমি ঈশ্বরের মত নির্মম।

বলি বলি করেও বলার মতো কোন কবিতা পাইনি
তুমি ধরে নিলে আমি শব্দহীন।

আমার অস্ফুটস্বরে স্বরে অনুচ্চারিত রয়ে যায় হাজারো রাতের পথচলা-
তুমি ধরে নিলে আমি শান্ত জলের মতন,
বয়ে যাব চিরকাল।

যাকেই বলতে গিয়েছি, যার কাছেই ভেঙেছি মনের ক্ষোভ
সে-ই হাসিমুখে উপহাস করে গেছে, তামাশায় মেতেছে পেছনে
আমি তাই নিশ্চুপ থাকি, গভীর রাতের পাহাড়ের মত করে
যে পাখি অনেক উঁচুতে ওড়ে, তার শক্তিশালী ডানার মতন।

আমি একা বাঁচার প্রত্যয় নিয়ে প্রতিদিন ঘুম থেকে জাগি
কারো কাছে কিছু চাওয়ার নেই, অভিযোগ নেই,
এই বেশ স্বাদহীন স্বাধীনতা উপভোগ করছি।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This