কক্সবাজারের ছবি

Sep 5, 2018ছবি0 comments

কক্সবাজার নিয়ে ভ্রমন কাহিনী আমি কখনই লিখি না। আমার কাছে লেখার কিছুই থাকে না। অতিরিক্ত এক্সপ্লয়েট করা একটা ট্যুরিষ্ট স্পট। প্রথমবার যখন গিয়েছিলাম অসাধারন একটা অনুভুতি ছিল। তাও প্রায় দশ বছরের মত হবে।

এরপরও আরো অনেকবার যাওয়া হয়েছে কিন্তু আগের সেই অনুভুতি পাইনি। তাই এই লম্বা জার্নি করে আসা-যাওয়া করাটা আমার কাছে বেশ বিরক্তিকর আর অহেতুক খরচের মনে হয়।

তারপরেও অনেক সময় অনুরোধে ঢেঁকি গিলতে হয়।

তবে বৃষ্টি বেশ উপভোগ করেছি এইবার। বৃষ্টির মাঝখান দিয়ে মেরিন ড্রাইভে ছুটে চলা এক অন্যরকম আনন্দ।

People with Sea

একটা ট্যুরে অনেক ছবি এবং সেলফি ওঠালেও কিছু ছবি আছে যা আপনার মনে দাগ কেটে যাবে, এটা সেইরকম। এবারের কক্সবাজার ভ্রমনের সেরা ছবি।


Coxbazar nature

এইটা মোবাইল দিয়ে তোলা প্যানারোমা, হোটেল কক্ষ থেকে। বৃষ্টির বিরতি চলছিল তখন। ছবিতে ক্লিক করলেই Flickr এ বড় করে দেখতে পারবেন।


Sunset at Coxsbazar

সমুদ্রের বুকে সুর্যাস্ত সবসময়ই মনোমুগ্ধকর। টুপ করে সুর্যটা গায়েব হয়ে যায়।

আরো জুম করে যখন ছবি তুলতে গেলাম তখন চোখ প্রায় অন্ধকার হয়ে গেল।

Sunset at Cox'sbazar


শেয়ার করার মত আরো কখানা ছবিও আছে-

নয়নতারা, আমার নিজের বাসার বারান্দাতেও আছে।

কক্সবাজারের ছবি 1

এইবারের কক্সবাজার ভ্রমনের সময় ছবিও একদম তুলতে চাইনি। শেষবেলায় ইনানী বীচে এক পিচ্চি ডিএসএলআর ওয়ালাকে দিয়ে বউ-বাচ্চার কয়েকখানা ফটো তুলিয়ে দিয়েছি।

কক্সবাজারের ছবি 2

 

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This