আমার কোথাও যাবার নেই

ধরো এক কাপ চা হাতে নিয়ে আমি বারান্দায় বসেছি
চড়ুই পাখির খড়কুটো নিয়ে মারামারিটা সকালে বেশ উপভোগ্য
কিংবা, ধরো এমনিতেই চোখ বন্ধ করে আমার প্রিয় চেয়ারটায় একটু স্বপ্ন দেখি
কি ভাবি?

আমার কোথাও যাবার নেই 1

বিশ্বাস বিক্রি হয়ে গেছে

সব কিছু নষ্টদের দখলেই ছিল এবং থাকবে
শুধু সময় পরিবর্তন করে কি বোঝালে-
আমার থেকে তুমি ভালো এবং তার থেকে তারা?
তুমি শুধু অন্ধকারটাই দেখলে, আলোটা নেভালে ,
নতুন আলো কোথায়?

সব কিছু অন্ধকারেই ছিল এবং থাকবে
তুমি শুধু দীর্ঘশ্বাস বাড়ালে।

বিশ্বাস বিক্রি হয়ে গেছে 2

শুধু আলো ছুঁয়ে ফিরে আসি অন্ধকারে

জলের নিচে নীলের খেলা-
বেঁচে আছি শুধু প্রতিচ্ছবি হয়ে
যেমনটা সূর্যের আলোয় গাছের ছায়া।

আমি গাছ হতে চেয়েছিলাম
এখন মরে যেতে ইচ্ছে করে
পৃথিবী জল শূন্য
বেঁচে থাকার তৃষ্ণাটা আর নেই।

শুধু আলো ছুঁয়ে ফিরে আসি অন্ধকারে।

শুধু আলো ছুঁয়ে ফিরে আসি অন্ধকারে 3

নিছক প্রেম

আমি একপা বাড়ালেই হারিয়ে যাই জনসমুদ্রে
হাত ধরে রাখার কেউ নেই-
আমি চোখ বুজলেই শুনি বিরহের গান
রাত ভোর ঘুম নেই, স্বপ্ন দেখার কিছু নেই।

নিছক প্রেম 4

আর দেখা হয় নি, ফেরা হয়নি

শেষবার কবে একসাথে সমুদ্রস্নানে নেমেছিলাম মনে আছে?
নির্ভার হয়ে এলিয়ে দিয়েছিলাম লবনাক্ত দেহ,
আমাদেরও সেরকম সময় ছিল-
আকাশে নীল ছিল, উত্তাল ছিলো জলকণারা।

আর দেখা হয় নি, ফেরা হয়নি 7

আমার ফেরা না ফেরার অপ্রেম

আলো নিভে যাবার আগে, ফিরে এসো শেষবার
আমি জোনাকি হয়ে ঘাসের ডগায় রাত পোহাবার অপেক্ষায়।
হেমন্তের খোলা মাঠে, দুরন্ত বাতাসের সাথে
ফিসফিস করে শোনাবো রাত্রির গান।

আমার ফেরা না ফেরার অপ্রেম 8

Pin It on Pinterest