দিন-রাত্রির কাব্য
বালিশে তোমার গন্ধ লেগে আছে অনেক্ষন,রাত ভোর হয় আমি শুয়ে থাকি আরো কিছুখন।তোমার আমার এই সব দিন-রাত লুকোচুরির খেলাস্বপ্নটা ঘুমায় আমি জেগে থাকি পাহারায় সারাবেলা। একটুখানি আদর মাখা নরম হাত, জীবনের কটা আংগুলআলতো করে ধরে বলে অভিমানের ভুল ভাংগুক।তোমার আমার এই সংসার সংসার...