চাই-

শুধু মুখপানে চেয়ে কাটিয়ে দেব
আরো এক হাজার বছর,
শুধু তুমি এমন ঝড়ো রাতের-
খেয়ালি বাতাস হয়ে বয়ে যেও।

চাই- 1

এলোমেলো যাপিত জীবন

এখানে যখন তখন সন্ধ্যা নামে
নামে যমদূতের মত কালো নিকষ আঁধার
এখানে রাতগুলো ভোর না হয়ে কুয়াশায় ঢেকে যায় দিগন্ত
ঘাসফুলের বুকে জমে যায় আকাশের কান্না।

এলোমেলো যাপিত জীবন 2

আবার দেখা হবে

আমাদের আবার দেখা হবে-
অনেক কাজ আছে বলেও দাঁড়িয়ে যাবো আরো অনেক্ষন
কারন এই বয়েসটায় আমাদের কোথাও যাবার থাকে না
নির্দিষ্ট করে কাউকে ভালোবাসার থাকে না
আমরা তখন বাহুডোরে কল্পনা করি সহস্র প্রেয়সীর... ।

আবার দেখা হবে 3

একটা বিকেল তোমার

আজন্ম গোপন প্রেম বুকে পুষে রেখে যে ছেলেটা সাহস করে
"ভালোবাসি" না বলে জিজ্ঞেস করেছে - "কেমন আছো?"
তার মাথায় না হয় এবার একটু হাত বুলিয়ে দিও।

Autumn late afternoon

আলিনা অধ্যায় -১৪: জল পড়ে, পাতা নড়ে

আমি বৃষ্টি পছন্দ করি, অতি বেশি পরিমানেই করি। যখনই বৃষ্টি পড়ে আমার ইচ্ছে করে শহরের রাস্তায় রিকশায় চেপে ছাতা মাথায় ঘুরতে। ছাতাটা অবশ্য আলিনার জন্য। সে বৃষ্টি পছন্দ করলেও ভিজতে খুব একটা চায় না। যখনই ঝুম বৃষ্টি পড়া শুরু হয়, দৌড় দিয়ে এসে আমাকে বলে যায়, "বাবা বৃষ্টি..."।

আলিনা অধ্যায় -১৪: জল পড়ে, পাতা নড়ে 7

শুধু তোমায় বুঝিনা

আমি মানচিত্রের এপাশ থেকে ওপাশ খুঁজি
আমি দিন, মাস সময় বুঝি –
শুধু তোমায় বুঝিনা।

আমার একটা আকাশ নীল হয়ে যায় তবু তোমার সময় হয়না।
আমার না ফেরায় গৃহবন্দী বইয়েরা বাউন্ডুলে হয়ে যায়,
শুধু তোমার অভিমানে ধুলো জমে না।

শুধু তোমায় বুঝিনা

Pin It on Pinterest