শুদ্ধ মন

Jan 25, 2023কবিতা, সাহিত্য0 comments

শুধু তোমার কাছে শুদ্ধ হব বলে,
বাদ দিয়েছি রাত জাগা
ঘুম ছেড়ে কাব্য গাঁথা।

শুধু বাঁচব বলে এই নিঃশ্বাসে
ভুলতে চেয়েছি হাজার চোখে
অহেতুক স্বপ্ন দেখা।

একটা জীবন চলেই যাবে
কেউ না থাকলেও পাশে
শুধু তোমার কাছে সত্যি হলেই হবে।

কে কি বলল তাতে
কি বা যায় আসে-
ভেবে বলো, আমার পাশে
এই পথে চলবে কি সাথে?

শুদ্ধ আর চাইনা হতে
না পাই হাজার পৃথিবী সুখে
আমার শুধু তুমি হলেই হবে
এক জীবনের এই পাশে।

শুধু নিজের কাছে শুদ্ধ হব বলে-
আজ করেছি পন
সবার ভালো সবাই বোঝে
শুধু কেউ বোঝে না শুদ্ধ মন।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This