নির্বোধের ঈশ্বর

Oct 23, 2021কবিতা0 comments

আমরা আবার জন্ম নেব এই আশায় আকাশ ধরণীতে বৃষ্টি ঝরায় না,
ওই মেঠো পথ আর শহুরে পথ মিলে মিশে একাকার করে
একটা ল্যাণ্ডস্কেপ হবে –
কোন চিত্রকর তা ভাবেন না।

সবাই এক পৃথিবীর জল-হাওয়ায় বড় হলেও – যার যার পথ ভিন্ন
ভিন্ন সবার দেশ, গ্রাম আর মহল্লা।

আমাদের হাতের পাঁচও সমান নয়
আমরা একই উচ্চতা থেকে নিঃশ্বাসও নেই না।
আমাদের অনেক জাত, অনেক রঙ, অনেক ধর্ম, অনেক ঈশ্বর,

সে ঈশ্বর নির্বোধের ঈশ্বর!
মানুষের ঈশ্বর, যার নামে আমরা যুদ্ধ করি পৃথিবীর সীমান্তে।

পৃথিবীর মানচিত্রের যে বিভাজন তা সৃষ্টিকর্তা করেননি।
এইটুক বোধ নেই মানুষের-
অথচ পাখিরা পেয়েছে একটা পুরো আকাশ আর সীমানাবিহীন প্রান্তরেখা-
এইটুকু বিচার নেই মানুষের।

আমাদের ঈশ্বর নির্বোধের ঈশ্বর।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This