গাধা রে এ…এ…এ…

Mar 21, 2023প্রবন্ধ, সাহিত্য0 comments

গাধা বাঘকে ডেকে বলল, “ঘাসের রঙ নীল”

বাঘ বলল, “ধুর্বাল, যেটা খাস সেটার রঙ কি তাও জানিস না?”

ঃ দেখেন, মুখ খারাপ করবেন না। আপনি বড় বলে গরীবের উপর জ্ঞান ফলাবেন না।

আলোচনা ঝগড়ায় রুপ নেয়। মারমারি হয় হয় অবস্থা। শেষ পর্যন্ত মাইর খাবার ভয়ে গাধা বলল, ” চলেন কোর্টে চলেন। এইটার মিমাংসা সিংহের দরবারে হবে। আদালত যা ফয়সালা করবে আমি তাই মেনে নেব। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে।”

সিংহ জঙ্গলের কিনারায় বসে মনের সুখে ফ্রাইড চিকেন খাচ্ছিল। দূর থেকে তাকে দেখেই গাধা চিৎকার দিয়ে উঠল-

ঃ মহামান্য, ঘাসের রঙ নীল এটা কি সত্যি না?
সিংহ, পেপসির গ্লাসে চুমুক দিতে দিতে বলল-
ঃ আলবৎ নীল, বিলক্ষন… ঘাসের রঙ নীল, এটাই চির সত্য।

গাধা খুশি হয়ে গেলো, তার লাফঝাপের পরিমান আরো বেড়ে গেলো। সে বলছেঃ-

ঃ ধর্মাবতার, বাঘ এটা সত্য বলে মানছে না। আমার উপর জ্ঞান ফলাচ্ছে। তার কাছে নাকি নতুন তথ্য আছে। সে পাগল-ছাগল না কি করে নাকি দেখেছে পৃথিবীর অনেকেই ঘাসের রঙ নীল বলে মানে না। এইরকম অবিশ্বাস্য কথা আপনি কোনদিন শুনেছেন?

ঃ পাগল-ছাগল না, আমি গুগল বলেছি, গাধার বাচ্চা মনে করেছে ওকে গালি দিয়েছি। বাঘ মিনমিন করে শুধরে দেয়ার চেষ্টা করে। আদালতের হাবভাব সে বুঝতে পারছে না। সত্যকে সত্য বলাতে সমস্যা কিভাবে হল?

গাধার আস্ফালন তখন দেখে কে-

ঃ অবশ্যই দিয়েছে, আপনার সামনেই এইমাত্র আমাকে গাধার বাচ্চা বলল…। আপনি এর একটা বিচার করেন জাহাঁপনা। আমার অনুভূতিতে প্রচুর আঘাত লেগেছে। এর কথাবার্তায় সমাজের নতুন প্রজন্ম নষ্ট হয়ে যাবে।

সিংহ তখন বলল, “হুম” – জঙ্গলে শান্তি বজায় রাখতে হলে আমাকে শাস্তি দিতেই হবে। বাঘের শাস্তি হচ্ছে, আগামি পাঁচ বছর সে কোন কথা বলতে পারবে না, মৌনব্রত পালন করবে। কোনধরনের সভা-সমাবেশ আর ভোটে অংশগ্রহন করতে পারবে না।

গাধা খুশিতে বাকবাকুম হয়ে গেল। নাচতে নাচতে সে চলে গেল। যাচ্ছে আর বলছে, “ঘাসের রঙ নীল… ঘাসের রঙ নীল।”

বাঘ খুবই মর্মাহত হৃদয়ে তার শাস্তি মেনে নিল। হাজার হোক জঙ্গলে থাকতে হলে সিংহের কথা শুনতেই হবে। কল্লা বাঁচাতে কত কিছুই তো মেনে নিতে হয়!

কিন্তু, যাবার আগে সে জানতে চাইল-

ঃ জাহাঁপনা, আমাকে কেন শাস্তি দিলেন? ঘাসের রঙ কি আসলেই সবুজ না?
ঃ অবশ্যই সবুজ। এতে কোন সন্দেহ নাই। সিংহ মোবাইলে ফুডপান্ডায় বিফ হালিমের অর্ডার দিচ্ছে তখন। বাঘের কথায় কিছুটা বিরক্ত সে।

ঃ তাহলে আমাকে শাস্তি দিলেন কেন?

সিংহ মোবাইল থেকে মুখ তুলে বলল, “ঘাসের রঙ নীল না সবুজ এটার সাথে তোমার শাস্তির কোন সম্পর্ক নেই। তোমাকে শাস্তি এই কারনে দেয়া হয়েছে যে, তোমার মত এত বিচক্ষন আর গুগল করনেওয়ালা একটা বাঘ, গাধার সাথে তর্কে গেছো।

তারওপর আমার লাঞ্চের টাইমে আমার কাছে একটা গাধার বাচ্চা নিয়ে এসেছো যে বাস্তব আর কল্পনার পার্থক্য বোঝে না, নিজের বিশ্বাস নিয়েই স্বপ্নের ঘোরে থাকে। তোমাকে শাস্তি দেয়া হয়েছে এই কারনে।”

ঃ জ্বি হুজুর। বাঘ বিরস বদনে বলে।

ঃ এখন আগামি পাঁচ বছর চুপ থাকবা আর আমার সামনে পড়বা না। আর যাবার আগে নদীর ঐ পাড় থেকে দেখে আসো আমার ফুড পান্ডার বিফ হালিম আসছে নাকি। নাইলে এখনই বন চটকনা দিয়া দিব। তখন দেখবা ঘাসের সব রঙই দেখা যাচ্ছে।

-বৃহৎ পরিমার্জিত

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This