বর্জন বনাম অর্জন
দেশে একটা বিপ্লব চলছে, অন্তত সোশ্যাল মিডিয়ায় আমজনতার হুংকারে তাই মনে হচ্ছে। ফিলিস্তিনের জনগনের উপর জাতিগত নিধন প্রক্রিয়ার বিরুদ্ধে এদেশের জনগন একটা অক্ষম বিপ্লব চালানোর চেষ্টা করছে। তারা কোকাকোলা বর্জন করার ডাক দিয়েছে। সেই সাথে আরো দু'য়েকটা পানীয় যেগুলো এই একই...