সহজ স্পর্শ

Nov 14, 2018কবিতা0 comments

সহজ স্পর্শ 1

তোমাতে আমাতে আকুল করে
হাত দুটি বেঁধে স্পর্শের বাইরে
একটা মনে কত জমা কথা –
এক বিকেলে চায়ের কাপে জমে ব্যাথা।

ফিরে চাইলাম জীবন নদীর পেছনে
পেছনের আমি আকুল হয়ে শুধু হাসে।
এতটা ভুলও করিনি আমি অযোগ্য ক্ষমার
তোমার এক হাসিতেই আমার জীবন নদী পার।

সহজ কথায় সহজ ভালোবাসা
বাসলেই হোলো, কিসের এত হিসাব,
কিসের আশা, কিসের অভিমান?
তুমি আমি পেছন ফিরে চাইলেই এক জীবন পার।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This