যুদ্ধ –

Nov 29, 2019গল্প0 comments

কানের কাছে তিন চারটা মশা অনেকক্ষন থেকে ভ্যাঁ ভ্যাঁ করে বেড়াচ্ছে।

আমি চড় দিচ্ছি না, পাছে চটকনাটা আবার নিজের কানের উপর পড়ে। ধৈর্য বৎস … ধৈর্য…।

একটার গান দেখলাম একটু বেসুরো হয়ে গেল হঠাত করে। জেট প্লেনের মত গোত্তা খেয়ে আমার কনুইয়ের দিকে আগাচ্ছে আর ভোঁ…ও ও ও পিন পিন… শব্দ। আক্রমনের পূর্ব প্রস্তুতি।

ব্যাটা মাতাল নাকি? আমি যে আরেক হাত তুলে তৈরি সেদিকে খেয়ালই নেই। স্ট্রাটেজিক ভাবে কামড় দিতে দেব… তারপরই সপাট… মু হা হা হা…।

আমি তৈরি… সকল মনোযোগ মশার ফ্লাইট প্লানের দিকে…। দিলাম… দিলাম… চপাট…।

এই সময় নিলিম পেছন থেকে সজোরে পিঠে চাপড় দিল, ” কিরে … এরকম মূর্তির মত ভঙ্গি করে বসে আছিস কেন?”

শত্রু পক্ষ এই সুযোগে পালিয়ে গেল… একটা পরিকল্পিত অ্যামবুশ মিস করে আমি আমার হাতের কবজি সজোরে নামিয়ে আনলাম নিলিমের গাল বরাবর।

ঃ মশা মারি…। আয় খেলবি?

নিলিম যা বোঝার বুঝে গেছে। এক লাফে পাশের রুমে।

ঃ সন্তু কি আজকেও গাঁজা খেয়েছে?

ওপাশ থেকে কে কি বলল ঠিক মত শুনতে পাচ্ছি না। আমার পূর্ন মনোযোগ তখন পরের যুদ্ধ পরিকল্পনায়। তবে হাসির একটা হল্লা উঠল মনে হয়।

—– (অসমাপ্ত গল্প)

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This