বুকপকেটে অভিমানের চিঠি, ঠিকানা নেই জানা-
প্রাপক নিরুদ্দেশ,
তবু শহরভর্তি পোস্টবক্সের খোঁজে রাস্তায় নামা।
একটা উড়োচিঠি দেব’ই বলে নীলখামে বন্ধ করেছি-
আমার একটা নীল আকাশ আর খোলা জানালা।
“কেউ চিঠি লেখেনা আর…” এই অভিমানে মরার আগে,
একটা “প্রিয়তম” আমি লিখেই যাবো পোস্টবক্সের নামে।
ফুটপাথে হাত ধরে বসবে না বিকেল তুমি সন্ধ্যার নামে-
একটা প্রেমের চিঠি লিখে যাবই আমি নীলরঙা খামে।
রাত জেগে মুঠোফোনে একুশ অথবা কুড়ির হাঙ্গামা-
তবু চিঠি আমায় লিখতেই হবে, নিরুদ্দেশে যাবার আগে।
যতটা তুমি ভাবছ বোকা আমায়, অক্ষর আমার তারো বেশি চেনা,
আমার যত গল্প ছিল নীল খামের ভেতর থাকবে জমা।
শুধু ঠিকানা নিরুদ্দেশ, প্রাপকের নাম না জানা…
শহরজুড়ে যখন বৃষ্টি নামবে, বন্ধ হবে রিকশা-গাড়ি
নীল আকাশ তুমি জেনে নিও, চিঠি আমার পৌঁছে গেছে বাড়ি।
0 Comments