শুধু তোমার কাছে শুদ্ধ হব বলে,
বাদ দিয়েছি রাত জাগা
ঘুম ছেড়ে কাব্য গাঁথা।
শুধু বাঁচব বলে এই নিঃশ্বাসে
ভুলতে চেয়েছি হাজার চোখে
অহেতুক স্বপ্ন দেখা।
একটা জীবন চলেই যাবে
কেউ না থাকলেও পাশে
শুধু তোমার কাছে সত্যি হলেই হবে।
কে কি বলল তাতে
কি বা যায় আসে-
ভেবে বলো, আমার পাশে
এই পথে চলবে কি সাথে?
শুদ্ধ আর চাইনা হতে
না পাই হাজার পৃথিবী সুখে
আমার শুধু তুমি হলেই হবে
এক জীবনের এই পাশে।
শুধু নিজের কাছে শুদ্ধ হব বলে-
আজ করেছি পন
সবার ভালো সবাই বোঝে
শুধু কেউ বোঝে না শুদ্ধ মন।
0 Comments