শৈশব পুড়ে যায়
ছুটির ঘন্টায়
খুব চেনা ক্লাসরুম-
বাদলা দিনের ক্ষনটায়।
বড় হতে চাইছি শিশু বলে
সই বাদে সময় কি চলে?
কাটছে নামতা গুনে শীতের সকাল
ঐকিক অংকে বানরের ক্যাচাল।
মিয়া বাড়ির পুকুর ঘাটে শিং, বোয়াল, কই
আমার রঙ তুলি আর পেন্সিলে আঁকা বই।
একটা মানচিত্রে হাজারো দাগ
কে দিয়েছে যোগ, কার হয়েছে ভাগ?
ভূগোলে ভাই বড্ড কাঁচা-
স্কুল মাঠ ছেড়ে কেমনে বাঁচা?
আমার চেনা পাকুড়, আম আর নিমের ডালে
বন্দি ক্লাসরুমে, প্রিয়মুখের ছায়া যদি খেলে,
হাজারটা যৌবন আর মুক্তি ফেলে
আবার ফিরতাম শৈশব কালে।
0 Comments