মৃত্যু স্বাধীন

Dec 25, 2019কবিতা0 comments

একদিন আমিও পড়ে রব এই শীতল আকাশের নীচে,
খুব ঠান্ডা তুষারপাত হবে সেদিন
গাঁয়ে গা লাগিয়ে পাখিরা জুবুথুবু হয়ে কাঁপবে
সেদিনের চাঁদ কুয়াশায় ঢাকা থাকবে।

নীরব কোলাহলে ভেসে যাবে চরাচর।
সমুদ্রে কোন গর্জন থাকবে না
কেউ মশাল জ্বালিয়ে আর খুঁজবে না
আটলান্টিকের পাড় থেকে ভেসে আসবে না কোন হাহাকার
পৃথিবীর পুরোটা ভেসে যাবে তুশারের চাদরে।

খুব ঠান্ডায় আমার হৃদ-স্পন্দন ধীর থেকে শুন্য হয়ে যাবে
আমি টুক করে এই আকাশের নীচে কুয়াশায় মিলিয়ে যাব
খুব সাদামাটা ভাবে মরে যাবো, চলে যাব সব কোলাহলের জঞ্জাল থেকে।

আমি যেমন তোমাদের জন্য মরে যাব, তোমরাও আমার জন্য মরে যাবে।
এরপর পৃথিবীকে শীতল চাদরে ডুবিয়ে হেরে যাব জীবনের কাছে।


জীবন যেমন সত্য, জীবনের কাছে চিরিদিনের জন্য ছুটি নিয়ে চলে যাওয়াটাও সত্য। এ যেন অনেকটা জীবনের শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া। যারাই এসেছিল তারাই চলে গেছে মৃত্যু স্বাধীন হয়ে, জীবনের কাছে হেরে গিয়ে।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This